দশম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

দশম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

1. বায়ুমণ্ডলের কোন্ স্তর বেতার তরঙ্গের প্রতিফলন ঘটায়?

উঃ আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল

2. কোন্ বায়ুমণ্ডলীয় স্তর সূর্য হতে আগত রঞ্জন রশ্মি গামারশ্মি শোষণ করে?

উঃ আয়নোস্ফিয়ার।

3. ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা কোনটি?

উঃ ট্রপোপজ।

4. নৈশদ্যুতি মেঘ কোন্ স্তরে লক্ষ করা যায়?

উঃ মেসোস্ফিয়ারে।

5. উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন্ বায়ুমণ্ডলীয় স্তরে ?

উঃ মেসোস্ফিয়ার।

6. ম্যাগনেটোপজ কাকে বলে?

উঃ ম্যাগনেটোস্ফিয়ারের যে স্তরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায় তাকে ম্যাগনেটোপজ বলে।

7. কোন্ বিজ্ঞানী ওজোনস্তর সম্পর্কে প্রথম বিস্তৃত ব্যাখ্যা দেন?

উঃ আবহবিজ্ঞানী জি বি এম ডবসন।

. অ্যান্টার্কটিকায় শীতকালের বর্ণময় মেঘকে কী বলে ?

উঃ মৌক্তিক মেঘ।

9. প্রত্যক্ষ সৌরতাপ শোষণ কাকে বলে ?

উঃ বায়ুমণ্ডলের ধূলিকণা, জলীয় বাষ্প, CO, প্রভৃতি আগত সৌরশক্তিকে সরাসরি শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে একে প্রত্যক্ষ সৌরতাপ শোষণ বলে।

10. তাপমণ্ডল কাকে বলে ?

উঃ অক্ষরেখার নিরিখে সে সকল অঞ্চলে উয়তা মোটামুটি প্রায় এক তাদের তাপমণ্ডল বলে।

11. আমাদের দেশে এল নিনো লা নিনো বছরে কী হয়?

উঃ আমাদের দেশে এল নিনো বছরে খরা লা নিনো বছরে বন্যা হয়।

12. বার্ষিক উষ্ণতার প্রসার কী?

উঃ নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ মাসের উয়তা সর্বনিম্ন মাসের উন্নতার পার্থক্য হল বার্ষিক উয়তার প্রসার।

13. পার্থিব বিকিরণ কী?

উঃ পুনঃবিকিরিত শক্তি যা দীর্ঘতর তরঙ্গরূপে ভূপৃষ্ঠ থেকে রাত্রে ফিরে বার (48%), তাকে পার্থিব বিকিরণ বলে।

14. অ্যাডভেকশান কী ?

উঃ ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের দ্বারা তাপ সঞ্চালিত হওয়ার পদ্ধতিকে অ্যাডভেকশান বলে।

15. বার্ষিক গড় উয়তা কাকে বলে?

উঃ কোনো নির্দিষ্ট স্থানের প্রতি মাসের গড় উয়তা যোগ করে 12 দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে বার্ষিক গড় উতা বলে।

16. তাপ কী ?

উঃ কোনো বস্তুর মধ্যে নিহিত শক্তির পরিমাণ হল তাপ।

17. তাপমাত্রা বা উষ্ণতা কী?

উঃ কোনো বস্তুর উত্তপ্তকরণ বা শীতলীকরণের মাত্রা হল উন্নতা।

18. কোন্ যন্ত্রের দ্বারা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের তারতম্য ধরা যায়?

উঃ ব্যারোমেট্রিক অল্টিমিটার।

19. কোন্ গোলার্ধে বায়ুচাপ কক্ষসংখ্যা বেশি?

উঃ উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি হওয়ায় বায়ুচাপ কক্ষসংখ্যা বেশি।

20. ক্রান্তীয় ঘূর্ণবাত কোন্ অঞ্চলে সৃষ্টি হয়?

উঃ উভয় গোলার্ধে 20°–60° অক্ষাংশে ক্রান্তীয় ঘূর্ণবাত দেখা যায়

 21. I.T.C.Z-এর পুরো কথা কী ?

উঃ আন্তক্রান্তীয় অভিসৃতি অঞ্চল বা Inter Tropical Convergence Zone.

 22. সাইক্লোন কী ?

উঃ বঙ্গোপসাগরে আরবসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতকে সাইক্লোন বলে।

 23. ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝায় ?

উঃ ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্র অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়

24. পশ্চিমা বায়ু কাকে বলে ?

উঃ কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়দ্বয়ের দিকে প্রবাহিত বায়ু হল পশ্চিমা বায়ু।

25. জেট বায়ু কী ?

উঃ বায়ুমণ্ডলে ট্রপোপজ অংশে এক প্রবল গতিবেগসম্পন্ন বায়ু সংকীর্ণ আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, একে জেট বায়ু বলে।

26. বায়ুচাপ কোশ কাকে বলে ?

উঃ সমচাপ রেখা চক্রাকার হলে তাকে বায়ুচাপ কোশ বলা হয়

27. প্রথম আবিষ্কৃত বায়ুচাপমাপক যন্ত্রটির নাম কী ?

উঃ টরিসেলি ব্যারোমিটার।

28. বায়ুস্রোত কাকে বলে ?

উঃ বায়ু উল্লম্বভাবে অর্থাৎ ওপর থেকে নীচে বা নীচ থেকে ওপরে চলাচল করলে তাকে

বায়ুস্রোত বলা হয়।

29. কোন্ বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু?

উঃ আয়ন বায়ু।

30. কোন্ দেশকেজলবায়ুগত মরূদ্যান' বলা হয় ?

উঃ সুইটজারল্যান্ডকে।

31. টর্নেডো ঘূর্ণিঝড়কে যুক্তরাষ্ট্রে কী বলে?

উঃ টুইস্টার।

32. বায়ুচাপের ঢাল কাকে বলে ?

উঃ সমচাপ রেখার সঙ্গে সমকোণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক

দূরত্বে বায়ুচাপের যে পার্থক্য তাকে বায়ুচাপের ঢাল বলে।

33. ঘনীভবন কাকে বলে ?

উঃ জলীয় বাষ্প থেকে বরফকণায় রূপান্তরিত হওয়াকে ঘনীভবন বলে

34. বাষ্পীভবনের লীনতাপ কাকে বলে?

উঃ বাষ্পীভবনের সময় জল যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে বাষ্পীভবনের লীনতাপ বলে

35. সমবর্ষণ রেখা কী?

উঃ ভূপৃষ্ঠে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে।

36. নিরপেক্ষ বা চরম আর্দ্রতা কাকে বলে ?

উঃ কোনো নির্দিষ্ট আয়নের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা বলে।

37. মেঘাচ্ছন্নতা কাকে বলে?

: আকাশে মেঘে ঢাকা অবস্থাকে মেঘাচ্ছন্নতা বলে।

38. কোন্ জলবায়ু অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য পরিলক্ষিত হয় ?

.উঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

39. বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের দ্বারা ?

: রেনগজ

40. গুঁড়িগুঁড়ি বৃষ্টি কাকে বলে ?

উঃ মেঘ থেকে অতি সূক্ষ্ম জলকণা (0.5 মিমি ব্যাসের কম) নেমে এলে তাকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি বলে

41. তুন্দ্রা জলবায়ুতে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত ?

: 0°-10° সেন্ট্রিগ্রেড।

42. মহাদেশীয় জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ কত?

 উঃ বেশ কম, গড় 25–50 সেমি।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url