সপ্তম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর

 

সপ্তম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায়

1. আমাদের রাজ্যের নাম কী ?

উঃ-পশ্চিমবঙ্গ।

2. মিনহাজ- সিরাজ কোন্ শতকের ঐতিহাসিক ছিলেন ?

উঃ খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের।

3.কোন্ গ্রন্থেবঙ্গনামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ?

উঃ- ঐতেরিও আরন্যক ।  

4.অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন?

উঃ- কৌটিল্য।

5 ‘রঘুবংশম' কাব্যের রচয়িতা কে?

উঃ-কালিদাস

6.আইন- আকবরি' গ্রন্থের রচয়িতা কে?

উঃ-আবুল ফজল।

7.সুবাশব্দের অর্থ কী?

উঃ-প্রদেশ বা রাজ্য।

8.ষোড়শ থেকে অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী বণিকরা বাংলা অঞ্চলের কী নাম দিয়েছিলেন ?

উঃ-বেঙ্গালা

9.স্বাধীনতার পূর্বে এই বাংলা ভূখণ্ড কী নামে পরিচিত ছিল ?

উঃ-বেঙ্গল।

10 আমাদের রাজ্যের নাম কখন থেকে পশ্চিমবঙ্গ হয়েছে?

উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের পর।

11.কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় ?

উঃ-১৯৭১ খ্রিস্টাব্দে।

12 ভাগীরথী করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে কী নামে পরিচিত ছিল ?

উঃ- বরেন্দ্র।

13 প্রাচীনকালে পদ্মা ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকা  কী নামে পরিচিত ছিল ?

উঃ- বঙ্গ

14. হিউয়েন সাঙ রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারকে কী বলেছেন ?

উঃ- লো-টো-মো-চিহ্।

15 কর্ণসুবর্ণ স্থানীয়ভাবে কোন্ রাজার প্রাসাদ বলে খ্যাত ?

উঃ-রাজা কর্ণের।

16. শশাঙ্ক কোন্ দেবতার উপাসক ছিলেন?

উঃ-শিবের 

17. শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণসুবর্ণ দখল করেছিলেন ?

উঃ-কামরূপের রাজা ভাস্করবর্মা।

18 ভাস্করবর্মার পর কে কর্ণসুবর্ণতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন

উঃ- রাজা জয়নাগ

19. হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?

উঃ- বাণভট্ট।

20. হর্ষচরিত কে রচনা করেন ?

উঃ- বাণভট্ট।

21. ইৎ-সিঙ্ কে ছিলেন?

উঃ-চিনা পর্যটক 

22.শশাঙ্কের মৃত্যুর কত বছর পর ইৎ-সিঙ্ ভারতে এসেছিলেন ?

উঃ- ৫০ বছর পর।

23.কোন্ চিনা পর্যটক শশাঙ্ককেবৌদ্ধবিদ্বেষী' বলেছেন ?

উঃ-হিউয়েন সাঙ (সুয়ান জাং)

24 ‘শ্রেষ্ঠী' কাদের বলা হত ?

উঃ-ধনী বণিকদের

25.শশাঙ্কের আমলে স্থানীয় প্রধানরা কী নামে পরিচিত ছিল?

উঃ-মহত্তর।

26. পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল?

উঃ-বরেন্দ্র।

27. বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ-গোপাল পাল  

28.পাল রাজা গোপালের উত্তরাধিকারী কে ছিলেন ?

উঃ- ধর্মপাল।

29. ধর্মপালের পর কে পাল সাম্রাজ্যের রাজা হন ?

উঃ- দেবপাল।

30. কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল 

উঃ- বরেন্দ্র অঞ্চলে 

31. কোন্ রাজাদের আমলে বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল ?

উঃ- পাল রাজাদের।

32. কৈবর্ত বিদ্রোহের পর কোন্ পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন ?

উঃ- রামপাল।

33. কৈবর্ত বিদ্রোহ কখন হয়েছিল ?

উঃ- একাদশ শতকের দ্বিতীয় ভাগে

34.পাল রাজা রামপাল কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন ?

উঃ- রামাবতী

35. দন্তিদুর্গ কে ছিলেন ?

উঃ-রাষ্ট্রকূট বংশের রাজা।

36.শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?

উঃ-কর্ণসুবর্ণ।

37. হিউয়েন সাঙ (সুয়ান জাং) কে ছিলেন?

উঃ-চিনা বৌদ্ধ পর্যটক।

38. প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে কী নামে পরিচিত ?

উঃ- তমলুক।

39. পাল রাজারা কোথায় রাজত্ব করতেন

উঃ-বাংলা, বিহার ঝাড়খণ্ডের বিস্তৃত অঞ্চলে।

40. গুর্জর-প্রতিহাররা কোথায় রাজত্ব করতেন ?

উঃ- রাজস্থান গুজরাট অঞ্চলে।

 41. রাজা ভোজ কোন্ বংশের রাজা ছিলেন?

উঃ-গুর্জর-প্রতিহার বংশের।

42. ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল ?

উঃ- প্রায় দুশো বছর ধরে।

43. কখন বাংলায় সেন বংশের শাসনের সূচনা হয়েছিল ?

উঃ-একাদশ শতকে।

44. কখন সেন শাসনের অবসান ঘটেছিল ?

উঃ-ত্রয়োদশ শতকে।

45.-সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ- সামন্তসেন।

46.সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল?

উঃ-কর্ণাট অঞ্চলে।

47.সামন্তসেনের পর কে বাংলার সেনবংশের শাসক হন ?

উঃ-হেমন্তসেন।

48.কোন্ সেন রাজা পাল রাজা গোবিন্দপালকে পরাস্ত করেছিলেন ?

উঃ-বল্লালসেন।

49. বল্লালসেনের পর কে সেন বংশের সিংহাসনে আরোহণ করেন ?

উঃ-লক্ষ্মণসেন।

50.লক্ষ্মণসেনের রাজধানী কোথায় ছিল?

উঃ-বিক্রমপুর

51.চোলরাজ্য কে প্রতিষ্ঠা করেন ?

উঃ-বিজয়ালয়।

52.চোল রাজাদের রাজধানী কোথায় ছিল?

উঃ-থাঞ্জাভুর বা তাঞ্জোর।

53. কে 'গঙ্গাইকোণ্ডচোল' উপাধি নেন ?

উঃ-প্রথম রাজেন্দ্র চোল।

54. আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন্ দিকে অবস্থিত ?

উঃ-পশ্চিমদিকে।

55.আরবের যাযাবর মানুষদের কী বলা হয় ?

উঃ-বেদুইন।

56. বেদুইনদের প্রধান খাদ্য কী ছিল ?

উঃ-খেজুর উটের দুধ।

57.মক্কার দখলদারি নিয়ে উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগে থাকত কেন ?

উঃ- মক্কা দুই বাণিজ্যপথের সংযোগস্থলে অবস্থিত ছিল বলে।

58. খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে কোন্ নতুন ধর্মের জন্ম হয় ?

উঃ- ইসলাম।

59.হজরত মহম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ?

উঃ-৫৭০ খ্রিস্টাব্দে।

60. কত খ্রিস্টাব্দ নাগাদ হজরত মহম্মদ ঘোষণা করেন যে আল্লাহ্ তাঁর কাছে সত্য উন্মোচন করেছেন?

উঃ-৬১০ খ্রিস্টাব্দ।

61. ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত?

উঃ-মুসলমান

62. কত খ্রিস্টাব্দে মহম্মদ তাঁর অনুগামীরা মক্কা থেকে মদিনা শহরে চলে যান ?

উঃ- ৬২২ খ্রিস্টাব্দে।

63. হজরত মহম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় কী বলা হয় ?

উঃ-হিজরত।

64.কত খ্রিস্টাব্দ থেকে হিজরি অব্দ গণনা শুরু হয় ?

উঃ-৬২২ খ্রিস্টাব্দ থেকে।

65. কত বছরের মধ্যে হজরত মহম্মদ আরব ভূখণ্ডের অঞ্চল দখল করেছিলেন?

উঃ-১০ বছর 

66.কত খ্রিস্টাব্দে হজরত মহম্মদের মৃত্যু হয়?

উঃ-৬৩২ খ্রিস্টাব্দে।

67. ‘খলিফা' শব্দের অর্থ কী ?

উঃ-প্রতিনিধি বা উত্তরাধিকারী।

68. প্রথম খলিফার নাম কী ?

উঃ-আবুবকর।

69. ইসলামীয় জগতের রাজনৈতিক ধর্মীয় নেতা কে ?

উঃ-খলিফা

70. যে সমস্ত অঞ্চলে ইসলাম ধর্মের কর্তৃত্ব ছড়িয়ে পড়েছে, সেগুলিকে কী বলা হয় ?

উঃ- দার-উল-ইসলাম।

71. সমগ্র দার-উল-ইসলামের প্রধান নেতা কে ?

উঃ-খলিফা।

72. খলিফার অধিকারের অঞ্চলকে কী বলা হয়?

উঃ-খিলাফ‍।

73.সুলতান মাহমুদ কোন্ দেশের সুলতান ছিলেন?

উঃ-গজনি।

74. সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল ?

উঃ-ভারতের ধনসম্পদ লুঠ করা।

75. সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন ?

উঃ-১৭ বার।

76. সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দ থেকে ভারত অভিযান শুরু করেছিলেন?

উঃ-১০০০ খ্রিস্টাব্দ থেকে।

77.সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল?

উঃ-গজনি।

78.অল বিরুনির লেখা কোন্ গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায় ?

উঃ-কিতাব-অল হিন্দ।

79.‘শাহনামা' কাব্যের রচয়িতা কে?

উঃ- কবি ফিরদৌসি।

80. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?

উঃ- ১১৯২ খ্রিস্টাব্দে।

81. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয় ?

উঃ-মহম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে।

82. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?

উঃ-তৃতীয় পৃথ্বীরাজ চৌহান

83.মহম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান ?

উঃ-১২০৬ খ্রিস্টাব্দে।

84.কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?

উঃ-কুতুবউদ্দিন আইবক।

85.১২০৪-০৫ খ্রিস্টাব্দে কোন্ তুর্কি সেনাপতি বাংলার নদিয়া দখল করেন?

উঃ-ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি।

86.“তবকাত- নাসিরি' গ্রন্থের রচয়িতা কে?

উঃ-মিনহাজ- সিরাজ।

87.কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান ?

উঃ-১২০৬ খ্রিস্টাব্দে।

88. কত খ্রিস্টাব্দে রাজা লক্ষ্মণসেন মারা যান?

উঃ-১২০৬ খ্রিস্টাব্দে।

89. বখতিয়ার খলজি কত জন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেছিলেন?

উঃ-১৮ জন।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url