দশম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

 দশম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১।  বহির্জাত প্রক্রিয়ার প্রক্রিয়ার মূল শক্তি কি ?

উঃ-  সূর্য


২।  শুষ্ক অঞ্চলের গিরিখাত কে কি বলে ?

উঃ ক্যানিয়ন


৩।  প্লাবনভূমি দ্বীপ প্রভৃতি সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার দ্বারা ?

 উঃ আরোহন প্রক্রিয়া দ্বারা


৪।  মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীখাত কে কি বলে ?

উঃ ওয়াদি


 ৫। একাধিক জলপ্রপাতকে যখন কোন কাল্পনিক  রেখা দ্বারা যুক্ত করা হয় তখন তাকে কি বলে ?

উঃ প্রপাত রেখা


৬।  ভারতে অবস্থিত বৃহত্তম নদী দ্বীপটির নাম কি ?

উঃ মাজুলী


৭।  ভারতের উচ্চতম জলপ্রপাত টির নাম কি ?

উঃ  কুঞ্চিকল 


৮।  পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি কোন নদীতে অবস্থিত ?

 উঃ ওব নদীতে


 ৯। পৃথিবীর দীর্ঘতম নদী টির নাম কি ?

উঃ নীলনদ


১০।  আরোহন অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর পরিবর্তনকে কি বলে ?

 উঃ পর্যায়ন


১১।  জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট গর্তকে কি বলে ?

 উঃ প্রপাত কূপ


১২।  ধোয়া ধুর  জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত  ?

উঃ নর্মদা


১৩।  মহাদেশীয় হিমবাহ কোন অঞ্চলে দেখা যায় ?

উঃ মেরু অঞ্চলে


১৪।  হিমবাহ পর্বত গাত্রের মধ্যে কার সৃষ্ট ফাটল কে কি বলে ?

উঃ ব্রাগস্রুন্দ


১৫।  ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ কাকে বলে ?

উঃ, ড্রামলিন কে


১৬।  দুটি সার্কের মধ্যবর্তী শৈলশিরা কে কি বলে ?

উঃ এরিটি


১৭।  পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি ?

 উঃ মালাস পিনা


১৮। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি ?

উঃ সিয়াচেন


২০।  হিমবাহ সৃষ্টির প্রাথমিক ধাপ টির নাম কি ?

 , উঃ নেভে 


২১।  হিমবাহের পিষ্ট ফাটল কে কি বলে ?

উঃ ক্রেভাস 


২২।  কোন দেশকে ফিয়র্ড    দেশ বলে ?

উঃ  নরওয়ে কে


 ২৩। কেলাসিত বড় বরফের স্তুপ কে কি বলে ?

উঃ ফার্ন 


২৪।  হিমবাহ কি ?

উঃ ভূমির ঢাল অনুসারে প্রবাহমান বরফের স্তুপ কে হিমবাহ বলে


২৫।  হিমবাহ সৃষ্ট ইউ আকৃতির উপত্যকাকে কি বলে ?

উঃ হিমদ্রনি


২৬। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া টির নাম কি ?

উঃ গ্র্যান্ড ব্যাংক


 ২৭।  হিমবাহ দ্বারা বয়ে আনা বৃহৎ শিলাখণ্ডকে কি বলে ?

 উঃ আগামুখ


২৮।  বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কোন অঞ্চলে ?

উঃ উষ্ণ মরু অঞ্চলে


 ২৯। মাশরুম রক ভূমিরূপ কাকে বলে ?

 উঃ গৌর


 ৩০। পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি ?

উঃ আটাকামা 


 ৩১। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি ?

উঃ সাহারা


৩২।  বায়ুর কোন ক্ষয় কার্যের ফলে মরুদ্দান সৃষ্টি হয় ?

উঃ অপসারণ ক্ষয় 


৩৩।  মরুভুমি তে  চলমান বালিয়াড়ি কে কি বলে ?

উঃ ধ্রিয়ান 


৩৪।  মালাবার উপকূলের বালিয়াড়ি কে কি বলে ?

উঃ থেরিস


৩৫।  মরুস্থলি কথার অর্থ কি ?

উঃ মৃতের দেশ

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url