মাধ্যমিক ইতিহাস ২০২৫ এর গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত ইতিহাস প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক ইতিহাস ২০২৫ এর গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত ইতিহাস প্রশ্ন ও উত্তর ..
1.জীবনে ঝরাপাতা গ্রন্থটি কি ধরনের গ্রন্থ
উঃ- আত্মজীবনীমূলক গ্রন্থ
2. নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা
উঃ- রনজিত গুহ
3.বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম কত সালে প্রকাশিত হয়
উঃ- ১৮৭২ সালে
4.নীলদর্পণ নাটকটি কত সালে রচিত হয়েছিল
উঃ- ১৮৬০ সালে
5. নীল দর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিল
উঃ- মাইকেল মধুসূদন দত্ত
6. কোল বিদ্রোহ কোন অঞ্চলের সংঘটিত হয়েছিল
উঃ- ছোটনাগপুরে
7, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি
উঃ-বঙ্গভাষা প্রকাশিকা সভা
8.জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন
উঃ- রাসবিহারী ঘোষ
9. বাবা রামচন্দ্র কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন
উঃ-অযোধ্যার কৃষক আন্দোলনের
10. দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন ক
উঃ- গান্ধীজি
11.গোয়া কত সালে ভারতভুক্ত হয়েছিল
,উঃ- ১৯৬১ সালে
12. নেহেরু লিয়াকত চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়
উঃ- ১৯৫০ সালে
13. নীল দর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিল
উঃ- ঢাকাতে
14.ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি
উঃ- কলহনের রাজ তরঙ্গিনী
15.ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে কত সালে
উঃ- ১৮৫৮ সালে
16. প্রথম সচিত্র বাংলা বইটির নাম কি
উঃ- অন্নদামঙ্গল
17. বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেছিলেন
উঃ- আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
18. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের প্রধান নায়ক কে ছিলেন
উঃ- মাস্টারদা সূর্যসেন
19.তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেছিল
উঃ- সতীশ চন্দ্র সামন্ত।
20.জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন বা জনশিক্ষা কমিটি কত সালে স্থাপিত হয়
উঃ- ১৮২৩ খ্রিস্টাব্দে।
21.হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন
উঃ- গিরিশচন্দ্র ঘোষ
22. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন
উঃ- জেমস উইলিয়াম কোলভিল
23. সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল
উঃ-কোল বিদ্রোহ
24.বাংলা ভাষায় প্রথম ছাপা বইটির নাম কি
উঃ- এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ
25. চম্পারন সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল কে
উঃ- মহাত্মা গান্ধী
26.ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে গঠন করেছিল
সূর্য সেন
27. হায়দ্রাবাদ কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল
উঃ- ১৯৫০ সালে
28. সোম প্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল কত সালে
উঃ- ১৮৭৮ খ্রিস্টাব্দে
29. ভারতের চুইয়ে পড়া ও নীতির প্রবর্তক কে ছিলেন
উঃ- টমাস ব্যাভিংটন মেকলে
30. সতীদাহ প্রথা কত সালে রদ হয়েছিল
উঃ- ১৮২৯ সালে
31.শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করেছিল
উঃ-দেবেন্দ্রনাথ ঠাকুর
32.ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন
উঃ-নেতাজি সুভাষচন্দ্র বসু
33. নমঃশূদ্র আন্দোলনের জনক কাকে বলা হয়
, উঃ-গুরুচাঁদ ঠাকুর
34.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন
উঃ-কাদম্বিনী গাঙ্গুলী
35. মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন কত সালে
উঃ-১৮ ৭৭ সালে
36.ভারতে প্রথম কে মে দিবস পালন করেন
উঃ- সিঙ্গারা ভেল্লু চেট্রিয়ার
37.দিপালী সংঘের মুখপত্রের নাম কি ছিল
উঃ- জয়শ্রী
38. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন
উঃ-ডক্টর এমজি ব্রামলি
39. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়
উঃ- ১৯০৬ খ্রিস্টাব্দে
40. কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন
উঃ- একে ফজলুল হক
41.নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন
উঃ- উর্মিলা দেবী
42.নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি
উঃ- সাধারণ মানুষ
43.ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয়
উঃ- দাদা সাহেব ফালকে
44. বাংলা নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন
উঃ- রাম রতন মল্লিক।
45. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন
উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর
46. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন
উঃ- সতীশচন্দ্র বসু
47. রাজা হরি সিং কত সালে কোন তারিখে ভারতবর্ষের দলিলে স্বাক্ষর করেন
উঃ- ২৬ অক্টোবর ১৯৪৭ খ্রিস্টাব্দে
48. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি
উঃ- অন্ধ্রপ্রদেশ
49.লক্ষীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন
উঃ- সরলা দেবী চৌধুরানী
50. নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন
উঃ-কেশব চন্দ্র সেন
51. বারাসাত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন
উঃ- তিতুমীর
52. নব্য বঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়
উঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর
53.ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন কে
উপেন্দ্র কিশোর রায় চৌধুরী
54.মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল
উঃ- ১৯২৯ খ্রিস্টাব্দে
55. বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়
উঃ- ১৯১১ খ্রিস্টাব্দে
56. গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়
উঃ-১৯৩১ সালের ৫ই মার্চ
57. দলিতদের বিকল্প হিসেবে হরিজন শব্দটি প্রথম কে ব্যবহার করেন
উঃ- মহাত্মা গান্ধী
58. বাংলার গুটেনবার্গ কাকে বলা হত
উঃ- উইলকিনস
59. ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন
উঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর
60. দেশ প্রাণ নামে কে পরিচিত ছিলেন
উঃ- বীরেন্দ্রনাথ শাসমল
61.বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়
উঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দে
62. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন
উঃ-কৃষ্ণ কুমার মিত্র
63.ভগবতী বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন
উঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
64.ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন
উঃ-সতীশচন্দ্র মুখার্জি
65. নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন
উঃ- উর্মিলা দেবী
66,ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেছিল কারা
উঃ- ইংরেজরা
67. বন্দেমাতরম সংগীত রচিত হয় কত সালে
উঃ-১৮৭৫ সালে
68. ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়
উঃ-মাদাম কামা
69 ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়
উঃ- বাসুদেব বলবন্ত ফারঁড়কে
70. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন
উঃ-চক্রবর্তী রাজা গোপালাচারী