ইতিহাস প্রশ্ন ও উত্তর । দশম শ্রেণী
ইতিহাস প্রশ্ন ও উত্তর ।
দশম শ্রেণী । মাধ্যামিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ।
১। জীবনের
ঝারাপাতা কার আত্মজীবনী গ্রন্থ ?
উঃ- সরলা
দেবী চৌধুরানী।
২। বেঙ্গল
স্কুল অফ আর্টস কে প্রতিষ্ঠা করেন?
উঃ- অবনীন্দ্রনাথ
ঠাকুর ।
৩। জাতীয়
মহাফেজ খানা কোথায় অবস্থিত ?
উঃ- দিল্লিতে
।
৪। সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী র নাম কি ?
উঃ- এ নেশন
ইন মেকিং ।
৫। হকির জাদুগর
কাকে বলে?
উঃ- ধ্যান
চাঁদ কে ।
৬। ভারত মাতা
চিত্রটি কার আঁকা ?
উঃ- অবনীন্দ্রনাথ
ঠাকুর ।
৭। রবীন্দ্রনাথ
ঠাকুরের স্মৃতিকথা মুলক গ্রন্থের নাম কি ?
উঃ- জীবনস্মৃতি
।
৮। বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখক কে ?
উঃ- সমর সেন।
৯। ভারতবর্ষে
কবে থেকে জনগণনা শুরু হয় ?
উঃ- ১৮৭১
সাল থেকে ।
১০। বঙ্গ
দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ- বঙ্কিম
চন্দ্র চট্টোপাধ্যায় ।
১১। রাজত্রঙ্গিনি গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের
ইতিহাস বর্ণিত হয়েছে ?
উঃ- জম্মু ও কাশ্মীর ।
১২। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কার লেখা ?
উঃ- ব্রাজেন্দ্র নাথ ব্যানারজী ।
১৩। সোম প্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় ?
উঃ- ১৮৫৮ সালে ।
১৪। ভারতে প্রথম কত সালে রেলপথ স্থাপিত হয় ?
উঃ- ১৮৫৩ সালে ।
১৫। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী মুলক বইয়ের নাম কি?
উঃ- সত্তর বৎসর ।
১৬। নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ- কেশব চন্দ্র সেন ।
১৭। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহ কে সমর্থন করেছিল ?
উঃ- নীল বিদ্রোহ কে ।
১৮। কোন গভর্নর জেনারেল এর সময় সতীদাহ প্রথা নিবারন
আইন পাস হয় ?
উঃ- লর্ড উইলিয়াম বেন্তিঙ্ক।
১৯। ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি ?
উঃ- কাদাম্বিনি গাঙ্গুলি ।
২০। কোলকাতা মেডিকেল কলেজ কোন সালে স্থাপিত
হয় ?
উঃ- ১৮৩৫ সালে ।